Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

বন্ডেড ওয়্যারহাউজ সর্ম্পকে বিস্তারিত আলোচনা?

১) প্রশ্নঃ বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স কি? 

উত্তরঃ বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং বিধিমালা ২০০৮ ও কাস্টমস এক্ট ১৯৬৯ এর ধারা ১২/১৩ অনুযায়ী কোন প্রতিষ্ঠানকে যখন নিদিষ্ট ফর্মে যে লাইসেন্স দেয়া হয় সেটি বন্ড লাইসেন্স। উল্লেখ্য এ বন্ড লাইসেন্সের আওতায় কাচামাল আপনি শুল্কমুক্ত ভাবে আমদানি করবেন এবং তা দিয়ে উৎপাদিত পন্য পুনরায় রপ্তানি করবেন। 

(২) প্রশ্নঃবন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সের জন্য আবেদনের সাথে কি কি দলিলাদি দাখিল করতে হয়? 

উত্তরঃ বন্ড লাইসেন্সের আবেদনের সাথে যে সকল দলিলাদি দাখিল করতে হয় তা ২৬/২৭ প্রকার, তবে জরুরি গুলো নিম্নরুপঃ 

  1. লাইসেন্স সংযুক্ত ডাটা ফর্ম পূরণ;
  2. বিনিয়োগ বোর্ড,বিসিক,বস্ত্র প্রত্যায়ন পত্র;
  3. ট্রেড,IRC,ERC, VAT,TIN, NID সনদপত্র;
  4. Memorandum of Articles ;
  5. Tax Return + IT10B;
  6. পরিবেশ,বয়লার সনদপত্র(প্রযোজ্য ক্ষেত্রে);
  7. বিদ্যুৎ,গ্যাস বিল;
  8. ফায়ার সনদ, সমিতির সুপারিশ করে কমিশনার বরাবর পত্র;
  9. বাড়ী ভাড়া চুক্তি/ নিজস্ব জমির দলিল;
  10. জেনারেল বন্ড সক্ষমতা আছে লিয়েন ব্যংকের প্রত্যায়ন;
  11. ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর নাম,ঠিকানা, ছবি,ফোন তথ্য, NID কপি; 
  12. ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দেশের ব্যবসায়িক প্রচলিত রীতিনীতি মেনে চলবেন এমন অংগীকার; 
  13. এমোনিয়া প্রিন্টে লে আউট প্ল্যান সার্টিফাইড ইঞ্জিনিয়ার কর্তৃক স্বাক্ষরিত কপি;
  14. কল কারখানা সনদ; 
(৩) প্রশ্নঃ লাইসেন্সের মেয়াদ কতদিন? কি কারণে লাইসেন্স বাতিল করা যায়? 

উত্তরঃ লাইসেন্স মেয়াদ ২ বছর। লাইসেন্স শর্ত ভংগ ও রাজস্ব ফাকির সাথে সর্বদা জড়িত থাকলে, আবার বন্ডার আর বন্ডিং কার্যক্রম করবেন না সেক্ষেত্রে বন্ডারের আবেদনের প্রেক্ষিতেও লাইসেন্স স্থগিত / বাতিল করা যায়। 

(৪) প্রশ্নঃ বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সিং কর্তৃপক্ষ কে বা কারা ? 

 উত্তরঃ ঢাকা ও চট্টগ্রাম বন্ডের অধিক্ষেত্রে যে সকল জেলা/থানা/এলাকা সেই ক্ষেত্রে স্ব স্ব বন্ড কমিশনার, এতদ্ব্যতিত অন্যান্য সকল এলাকার জন্য ঐ সকল এলাকার মূসক কমিশনার। 

(৫) প্রশ্নঃ কন্টিনিউয়াস বন্ড লাইসেন্স কি? এ বন্ড লাইসেন্সের শর্ত কি? 

উত্তরঃ জাঃরাঃ বোর্ডের সাধারণ আদেশ নং ১২/২০০৮/শুল্ক/৪৩৯(১-১৫) তাং ১০/৬/২০০৮ অনুযায়ী একি মালিকানাধীন প্রতিষ্ঠান তার সমজাতীয় কাজ নিদিষ্ট এলাকার মধ্যে করার জন্য মুল লাইসেন্সের অধীনে অন্য স্থান থেকে কর্মকাণ্ড পরিচালনার জন্য যে আদেশ পান সেটি হলো কন্টিনিউয়াস বন্ড লাইসেন্স। 

কন্টিনিউয়াস বন্ড লাইসেন্সের শর্তঃ 

  1. একি মালিকানাধীন বন্ডেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্ত হবে। 
  2. এক লাইসেন্সের আওতায় ২ টি স্থান এ সুবিধা পাবে।
  3. নীট, ওভেন, ডাইং ও প্রিন্টিং,টাওয়েল, লিলেন ও হোম টেক্সটাইল খাত এ সুবিধা পাবে।
  4. বন্ড কমিশনারেট হতে লাইসেন্স প্রাপ্ত মুল প্রতিষ্ঠানের ৬০ কিঃমিঃ রেডিয়াসের মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ কার্যক্রম রয়েছে সেসব এলাকায় কন্টিনিউয়াস সুবিধা প্রদান করা যাবে।
  5. কন্টিনিউয়াস বন্ড মুল লাইসেন্সের অধীনে হলেও তাকে মুল প্রতিষ্ঠানে যে সকল খাতাপত্র দলিলাদি সংরক্ষণ করে এখানেও সেই একি প্রকার হিসেব নিকেশ রাখতে হবে। 

 (৬) প্রশ্নঃ আন্তঃ বন্ড স্থানান্তর কি? স্থায়ী ও আন্তঃবন্ড স্থানান্তরের জন্য কি কি দলিলাদি দাখিল করতে হয়? 

উত্তরঃ কাস্টমস এক্ট, ১৯৬৯ এর সেকশন ৯৯ অনুযায়ী কোন দুটি প্রতিষ্ঠান যদি ক্রেতার চাহিদার প্রেক্ষিতে এক বন্ডে বন্ডিংকৃত পন্য অন্য বন্ডারের নিকট স্থানান্তর করে সেটি হলো আন্তঃবন্ড স্থানান্তর।

আন্তঃবন্ড স্থানান্তরে যে সকল দলিলাদি দাখিল করতে হয়ঃ 

  1. ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র। (খ) 
  2. পন্য/কাচামাল হস্তান্তরকারী কাচামাল আমদানি সংক্রান্ত সকল বানিজ্যিক দলিলাদি দাখিল করবেন।
  3. লিয়েন ব্যংকের অনাপত্তিপত্র। 
  4. কাচামাল গ্রহনকারী প্রতিষ্ঠানের এলসি/সেলস কন্ট্রাক্ট, ব্যাক টু ব্যাক এলসি, পি,আই, ইউডি, ক্রয় আদেশের কপি।
  5. স্থানান্তরতব্য কাচামালের নমুনা। 
  6. সংশ্লিষ্ট সমিতির সুপারিশ।
  7. পন্য স্থানান্তর কালে ক্ষতিগ্রস্ত হলে তার দায়িত্ব আন্তঃবন্ড প্রতিষ্ঠান কর্তৃক বহনের রিক্স বন্ড। উক্ত দলিলাদি দাখিল সাপেক্ষে যাচাই-বাছাই আন্তে আন্তঃ বন্ড স্থানান্তরের আদেশ দেয়া যাবে। এখানে উল্লেখ যে বন্ড স্থানান্তরের এ তথ্য উভয় প্রতিষ্ঠানের পাস বইতে এন্ট্রি দিয়ে আপডেট করিয়ে নিতে হবে। 
(৭) প্রশ্নঃ পাশ বই কি এটা কেন প্রয়োজন? 

উত্তরঃ শতভাগ রপ্তানীমূখী শিল্প প্রতিষ্ঠান তার আমদানী রপ্তানীর তথ্য যে বইতে এন্ট্রি দিয়ে পন্য আমদানী রপ্তানী করেন সেটাই হলো পাশ বই। প্রতিটি প্রতিষ্ঠানের দুইটি পাশ বই থাকবে। একটি কাস্টমস কপি কাস্টমস এর দপ্তরে থাকবে অপরটি ডুপ্লিকেট পাশ বই এটি বন্ডারের প্রতিষ্ঠানে থাকবে।

এছাড়া ডিপ্লোমেটিক, ও ডিউটি পেইড বন্ডের মালামাল ক্রয়ের জন্যও ডিপ্লোমেট ও সহযোগী সংস্থার লোকজন নিকট বন্ড কমিশনারেট থেকে পাশ বই ইস্যু করা হয়ে থাকে। এটিও এক ধরনের পাশ বই। একজন বন্ডারের আমদানী রপ্তানী ও একজন প্রিভিলেজপ্রাপ্ত ব্যক্তির পন্য ক্রয়ের হিসাবে At a glance দেখার জন্য এবং হিসেব নিকেশ রাখার জন্য পাশ বই এর গুরুত্ব অত্যাধিক। 

(৮) প্রশ্নঃ কমিশারিয়েট কি? 

উত্তরঃ ইপিজেড সমূহের অভ্যন্তরে তথায় কর্মরত ও অবস্থানরত বিদেশি ইনভেস্টরদের পানিয়, লিকার খাদ্যদ্রব্য ও অন্যবিধ সামগ্রী বিক্রির প্রতিষ্ঠানই হলো কমিশারিয়েট। এটি ইপিজেড অভ্যন্তরে অবস্থিত থাকবে। 

(৯) প্রশ্নঃ ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদানের পদ্ধতি কি? 

উত্তরঃ ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান সমুহকে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রথমে সাময়িক বন্ড রেজিষ্ট্রেশন দেয়া হয়। 

সাময়িক বন্ড রেজিষ্ট্রেশন দিতে যা যা লাগে তা হলোঃ

  1. Prayer on letter head pad with list of products
  2. BEPZA Request letter.
  3. Factory set up permission.
  4. Lease agreement.
  5. Factory lay out plan/ Blue print.
  6. Memorandum of Article of Association.
  7. VAT Registration.
  8. Trade license. IRC. ERC.
  9. General bond signed by bonder as per RJSC.
  10. Bank certificate.
  11. Power in favor of Authorised person / Signatory
  12. Data entry from for BEPZA Investors. 
দলিলাদিসহ আবেদন প্রাপ্তির পর বন্ড লাইসেন্স টিম প্রস্তাবিত প্রতিস্টান এলাকা/প্লট ভিজিট করবেন। অতপর দলিলাদি যাচাই বাচাই করে টেম্পোরারি বন্ড রেজিস্ট্রেশন প্রদানের নিমিত্তে কমিশনার বরাবর প্রস্তাব দেবেন। কমিশনার সন্তোষজনক প্রতিয়মান হলে আবেদনকারী প্রতিস্টান কে Temporary Bond Registration দেবেন। 

ইতোমধ্যে প্রতিষ্ঠান নিদিষ্ট সময়ের মধ্যে (১ বছর) তার ফ্যাক্টরি সেট আপ করবেন, নিদিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠান সেট আপ না করতে পারলে আবেদনকারী জাঃরাঃবোর্ডে গিয়ে সময় বাড়িয়ে আনবেন । তারপর নিম্নেলিখিত দলিলাদি সহ পার্মানেন্ট বন্ড রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন :

  1. List of installed machinery.
  2. List of Raw materials with H.S.CODE
  3. Fire license 
  4. Environment certificate (if necessary)
  5. Final General Bond( Risk + Duty) 
এবার লাইসেন্স দল প্রতিষ্ঠান পুনরায় পরিদর্শন করবেন। প্রতিষ্ঠান যথাযথ প্রাপ্তি সাপেক্ষে কমিশনার বরাবর পার্মানেন্ট বন্ড রেজিস্ট্রেশন প্রদানের জন্য প্রস্তাব দেবেন। কমিশনার মহোদয় সন্তোষ্ঠ ও সন্তোষজনক প্রতিয়মান মনে করলে প্রস্তাব অনুমোদন দেবেন এবং প্রতিষ্ঠান অনুকূলে বন্ড রেজিস্ট্রেশন প্রদান করবেন। 

 (১০) প্রশ্নঃবন্ডে আমদানীকৃত কাচামাল ত্রুটিজনিত কারনে পুনঃরপ্তানী করা যায় কি? 

উত্তরঃ হ্যাঁ রপ্তানী করা যায়।

Post a Comment

0 Comments